x

ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে ক্যাচ উঠেছিল আর তা ধরতেই দৌড় লাগান ওয়াজিদ লক্ষ্য বলের দিকে খেয়াল
করেননি, যে কখন ব্যাটসম্যানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন
দু’তরফে ধাক্কা লাগতেই মাটিতে ওয়াজিদ মাথায় চোট নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি হন মঙ্গলবার ওয়াজিদের মৃত্যুর খবর মিলল
হায়দরাবাদের মীর আলম এই দগা গ্রাউন্ডে রবিবার ক্রিকেট ম্যাচ
চলাকালীন এই ঘটনা ঘটেক্যাচ ধরতে গিয়ে ব্যাটসম্যানের সঙ্গেই ধাক্কা
লাগে ফিল্ডার ওয়াজিদের বছর ২১-র ক্রিকেটারের মাথায় লাগে ব্যাটসম্যানের হাতে থাকা ক্রিকেট
ব্যাটতৎক্ষণাৎ উইকেটের উপর পড়ে যান ওয়াজিদ মাথায় গুরুতর চোট পান
তড়িঘড়ি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ মৃত্যু হয় ওয়াজিদের এদিকে, বিষয়টি নিছক দুর্ঘটনা কিনা,
তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ওই ব্যাটসম্যানকেও তদন্ত করা হবে । বলে জানা গেছে
প্রসঙ্গত, ২ বছর আগে ক্রিকেট ম্যাচে
মাথায় চোট পেয়ে মৃত্যু হয় কলকাতার
তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার
অঙ্কিত কেশরীরদেশের ক্রিকেট
মহলে এই ঘটনায় বড় ধাক্কা লাগে
স্থানীয় ক্রিকেট ম্যাচগুলিতেও
অ্যাম্বুল্যান্স সহ ব্যবস্থার দাবি
ওঠে
একইভাবে শন অ্যাবটের বাউন্সারে
মাথায় মারাত্মক চোট পেয়ে কোমায়
চলে গিয়েছিলেন অজি ক্রিকেটার
ফিল হিউজদু’দিন কোমায় থাকার পর
মৃত্যু হয়েছিল তাঁরএই ঘটনায়
ব্যাপকভাবে প্রভাবিত হয় ক্রিকেট
দুনিয়া